বলিউড তারকা হৃতিক রোশন এবার ১ লাখ ২০ হাজার খাবার দেবেন অসহায় বয়স্ক মানুষ, বেকার হয়ে পড়া দৈনিক দিনমজুর এবং দরিদ্র্য মানুষকে।
এই কাজে এই ‘ধুম’, ‘কৃষ’, ‘ওয়ার’ তারকাকে সাহায্য করবে ‘অক্ষয় পাত্র’ নামে একটি ফাউন্ডেশন। মঙ্গলবার এই সংস্থার অফিসিয়াল পেইজ থেকে একটা টুইটের মাধ্যমে এই খবর জানায়। হৃত্বিকের অনুদান পেয়ে তাঁর প্রশংসাও করেছে এই প্রতিষ্ঠা, ‘সুপারস্টার হৃত্বিক রোশন আমাদের সংস্থাকে বড় অঙ্কের অনুদান দিয়েছেন। আমরা সবাই মিলে ১ লাখ ২০ হাজার প্যাকেট খাবার বিলি করতে পারব। যতদিন না সব স্বাভাবিক হচ্ছে, ততদিন ভারতের বৃদ্ধাশ্রম, বস্তিগুলোতে এই খাবার বিলি করা হবে।’
Leave a Reply