বর্তমানে বিশ্বের বিভিন্ন প্রান্তে গণতন্ত্রের একটি ‘অন্য রকম’ রূপ প্রকট হচ্ছে। বিশুদ্ধবাদীরা বলছেন, এসব দেশে গণতন্ত্রের প্রকৃত বৈশিষ্ট্য ক্রমে বিকৃত হচ্ছে। নাগরিকদের পরিবর্তে সেখানে একক ক্ষমতাধর রাষ্ট্রনায়কের দাপট বাড়ছে। কিছু ক্ষেত্রে বিরোধী দলকে উদ্দেশ্যমূলকভাবে কোণঠাসা করে বহুদলীয় গণতন্ত্রকে খোঁড়া করে দেওয়া হচ্ছে। কিন্তু এই গণতন্ত্রের রাজনীতি আসলে কেমন হওয়া উচিত? একক ক্ষমতাধর রাষ্ট্রনায়ক হওয়া কি দোষের?
প্রায় ১০০ বছর আগের কথা। ১৯১৯ সালের জানুয়ারি মাসের শেষের দিক। প্রখ্যাত সমাজবিজ্ঞানী ও দার্শনিক ম্যাক্স ওয়েবার কিছু শিক্ষার্থীর সামনে একটি আনুষ্ঠানিক বক্তব্য দিয়েছিলেন। তাঁর ওই বক্তব্যের নাম বাংলায় তর্জমা করলে দাঁড়ায়—‘পেশা বা বৃত্তি হিসেবে রাজনীতি’। এতে রাজনীতি ও রাজনৈতিক নেতার স্বরূপ সম্পর্কে কিছু তত্ত্ব উপস্থাপন করেছিলেন তিনি। এর ১০০ বছর পূর্তি হয়েছে চলতি বছর। সম্প্রতি এ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ম্যাক্স ওয়েবারের সেই তত্ত্ব আজকের দিনে অনেক বেশি প্রাসঙ্গিক। কারণ, এখন রাজনৈতিক নেতারা যুক্তির পথে হাঁটার পরিবর্তে ভোটারদের মন জোগাতে অযৌক্তিক লোকরঞ্জনবাদী প্রতিশ্রুতি দিচ্ছেন এবং সিদ্ধান্ত নিচ্ছেন। এখন একক ক্ষমতাশালী হওয়ার প্রতি রাজনৈতিক নেতাদের আগ্রহ বেশি। পাশ্চাত্যের তুলনায় এশিয়ায় পরিস্থিতি আরও জটিল।
বাকি লিখা পড়ুন ক্লিক করে-
Leave a Reply